যদি Java'র সাথে তুলনা করি তাহলে এক্ষেত্রে C++ আর Java'র মধ্যে পার্থক্য কি? |
প্রোগ্রামিং প্রতিযোগিতায় আসলে সি প্লাস প্লাসের এসটিএল (STL) ব্যবহার করার সুবিধা নেওয়ার জন্যই সবাই সি প্লাস প্লাস ব্যবহার করে। জাভা কোড স্লো (প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য, বাস্তব জীবনের প্রজেক্টে আবার জাভা যথেষ্টই দ্রুতগতির) , কোডে অনেক বেশি জিনিস লিখতে হয় (কোড অনেক বড় হয়), তাই লিখতেও সময় বেশি লাগে - এসব কারণে জাভা কম ব্যবহার করা হয়। আর সি প্লাস প্লাসের অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার কিন্তু কেউ ব্যবহার করে না, আসলে সি প্লাস প্লাসের মোড়কে সি ব্যবহার করে, সাথে এসটিএল। এসটিএল (STL) জিনিসটা কি?
(13 May '16, 05:56)
_Shaon_
1
এসটিএল হচ্ছে Standard Template Library। এটাতে অনেক ডাটা স্ট্রাকচার / অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করা থাকে, তাই কনটেস্টের সময় বেশ কাজে লাগে।
(13 May '16, 06:33)
Tamim Shahriar Subeen ♦♦
|