সুবিন সার এর কাছে আমার প্রশ্ন আমি কম্পিউটার প্রোগ্রামিং বই টার স্ট্রিং অধ্যায় পর্যন্ত পরছি কিন্তু তারপর বুঝতে পারলাম আগের অধ্যায় গুলা ভাল ভাবে পরিনি বা বুঝিনি তাই আবার শুরু করছি কিন্তু মাঝে মাঝে যে সমস্যা টা হচ্ছে যে, অনেক সহজ সমস্যাও পারতেছিনা। যেমনঃ ২ টা সংখ্যা কে যোগ বিয়োগ গুণ ভাগ করা কিন্তু দেখা মাঝে মাঝে দেখা যায় যে, কাজ করে না ঠিক মত। আমার তখন খুব খারাপ লাগে এবং অনেক হতাশ হয়ে যাই। আমার প্রস্ন হল আমি তখন কি করতে পারি? আর যেই সমস্যায় পরবো ওই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাব??? |
আমার সমস্যা ও আপনার সমস্যা একি ছিল । কিন্তু আমি হাল ছারিনি প্রথম কিছু কিছু কোড দেখে দেখে লিখে ভাল লাগছিল । যখন গভীরে নামছি ততই আমি ঢুবে যাচ্ছি একদিন ত এত মেজেজ খারাপ হয়েছে মন চাইছে কম্পিটার বেঙে ফেলি । যাই হক তার পর অনেক ভিডিও দেখলাম (ইচ্ছা না থাকা সত্তে ও) এর সাথে সুবিন বাইয়ের বই টা পড়ি, দেখি , প্রশ্ন করি , এবং প্রশ্নের উত্তর খুঁজি । তাই আস্তে আস্তে হয়ত আমি মাত্র ১৫% শিখতে পারছি কিন্তু এখন মজা লাগে করতে যা পারি তাই বার বার করি খুভ বাল করে বুজার চেষ্টা করি । আশা করি আপনি ও পারবেন শুদু একটু সময় লাগবে । সময় দিন দেখুন পড়ুন জানুন দেখবেন একসময় আয়ত্ত করে ফেলেছেন । যাই হক আপনার প্রস্ন শুনে উত্তর দিতে মন চাইছে তাই দিলাম।।
দেখুন ভাল করে কি কোড লিখছি আমি কোন ভেলু আগে থেকেই সেট করে দেইনি আমি চাই উইজার থেকে প্রথমে ইনপুট নিব তারপর যোগ করব । তাই আমি `
ফাংশন টি ব্যবহার করছি । আমি কি করেছি আমি চাই দুটি নাম্বার যোগ করতে তাই আমি সাম নামে একটি ইন্টিজার নিয়েছি যেখানে যোগফল গুলি রাখব এবং প্রিন্ট করব । আশাকরি এতটুকু বুজেছেন। আমারা ইচ্ছা করলে এখানে গুন ভাগ বিয়োগ করতে পারি শুদু (+) চিনহ টি বাদ দিয়ে /,*,- দিতে হবে তাহলেই কাজ হয়ে যাবে। "আমার সল্প শিক্ষা নিয়ে কিছু একটা লিখলাম জানি আপনি কিছু বুঝতে পেরেছেন নাকি ।। "" ধন্নবাদ আপনাকে আমি আমার প্রশ্নের উত্তর পাইছি। কিন্তু আপনার কোড এ তো সম্ভবত বাগ আছে।
(22 Feb '17, 04:24)
smsaleque
|