আমি প্রোফেশনাল ওয়েব ডেভেলপার হতে আগ্রহী। সেজন্য পিএইচপি লারাভেল ফ্রেমওয়ার্ক বেছে নিয়েছি। এইচটিএমএল, সিএসএস, জে-কুয়েরী, বুটষ্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক দিয়ে ওয়েব ডিজাইনে আমার অভিজ্ঞতা রয়েছে। পিএইচপি লারাভেল ফ্রেমওয়ার্ক শেখার সিদ্ধান্তটা কি যথাযথ হবে? আপনাদের পরামর্শ আমার পাথেয় হবে। ধন্যবাদ। |
আপনার অবস্থা হবে স্বরবর্ণ, ব্যাঞ্জনবর্ণ ভালভাবে না শিখে লিখতে বা পড়তে যাওয়ার মত। লারাভেলে হাত দেওয়ার আগে পি এইচ পি বেসিক জানা খুবই জরুরী। আপনার উচিত লারাভেলে হাত মারার আগে পি এইচ পি বেসিক ভালভাবে শেখা। ধন্যবাদ |
আপনি যদি একটা ফ্রেমওয়ার্ক প্যাটার্ন ভালোভাবে বুঝতে পারেন তাহলে সহজে অন্য ফ্রেমওয়ার্ক কাজ বুঝতে পারবেন। সুতরাং যাই করেন ভালোভাবে করেন। আমি পিএইচপি (Basic,OOP,CRUD) শেষ করে পিএইচপি ফ্রেমওয়ার্ক শুরু করছি। ফ্রেমওয়ার্ক আমাদের কাজকে আরও সহজ ও দ্রুত করে দেয়। আমার কাছে মনে হয় আপনি পিএইচপিটা শেখার পরে পিএইচপি-ফ্রেমওয়ার্ক শুরু করেন তাহলে ফ্লেভারটা ভালোভাবে পাবেন। ধন্যবাদ। |