এটা কোডফোর্সেস ৫৮এ সমস্যার আমার সমাধান। কিন্তু এটা রঙ আনসার দেখাচ্ছে। কিন্তু আমার কম্পিউটার এ ঠিক উত্তর আসে। কারণটা জানাবেন? |
input ও out ক্যারেক্টার অ্যারে এর সাইজ ৬ এর চেয়ে বড় দিয়ে সাবমিট করেন হয়ে যাবে । যেমনঃ
"hello" ৫ সাইজের একটা স্ট্রিং এবং আমরা জানি প্রতিটা ক্যারেক্টার অ্যারে এর শেষে একটা নাল ক্যারেক্টার ('\0') থাকে । মানে এটা সহ "hello" এর সাইজ দাঁড়ালো ৬ । কিন্তু আপনি ৫ সাইজ ডিক্লার করেছেন তাই WA খাচ্ছেন । এজন্য সব সময় নির্ধারিত সাইজ এর চেয়ে যে কোন অ্যারে কিছু বেশি নিতে হয় । ধন্যবাদ । হ্যাপি কোডিং । |